ইসলামে ধৈর্য বা সবর কে ঈমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু সাফল্যের চাবিকাঠিই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হাতিয়ার। কুরআন ও হাদিসে ধৈর্যের মহত্ত্ব ও তাৎপর্য বারবার উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তায়ালা ধৈর্যের কথা পবিত্র কুরআনে গুরুত্ব সহকারে বলেছেন। সূরা আল-বাকারা (২:১৫৩)-এ আল্লাহ পাক বলেন: হে ঈমানদারগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে ধৈর্যকে ঈমানদারদের প্রধান সম্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আল্লাহ তায়ালা আরো বলেন: নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার। অগণিতভাবে দেওয়া হবে। সূরা আয-যুমার (৩৯:১০) অর্থাৎ, ধৈর্য ধারণ কারীর কে অনেক পুরস্কার করা হবে। আখিরাতেও অশেষ সওয়াব রয়েছে।
আরো পড়ুন : সালেহ আঃ জাতি ধ্বংসের
আমাদের জীবনে কষ্ট আছে কিন্তু সে কষ্ট সীমিত সে কষ্ট দীর্ঘদিনের নয়, রাসূল আমাদের কে জানিয়েছেন মুমিনের জীবন দুঃখ কষ্ট শস্য খেতে আবহাওয়া মতো অর্থাৎ দুঃখ আসবে আবার চলে যাবে।রাসূলুল্লাহ বলেছেন: মুমিনের ব্যাপার আশ্চর্যজনক। অবশ্যই তার সকল বিষয় তার জন্য কল্যাণময়। আর এটি মুমিন ছাড়া অন্য কারো জন্য হতে পারে না। (সহিহ মুসলিম)
অন্য হাদিসে আছে: ধৈর্য হলো আলোর মতো। (সহিহ মুসলিম) অর্থাৎ, এটি অন্ধকারে পথ দেখায়। এখানে পরীক্ষা পর যেমন ছাত্র তার রেজাল্ট পেয়ে খুসি হয় তেমনই ভাবে আমরা আমরা ধৈর্য্য ধারণ করলে সফলতা পাবো।
আমাদের নবী (সাঃ) সারাজীবন কষ্ট করেছে পরিশেষে তিনি তার জীবনে বিদায় হজ্জের ভাষণ দেন। তিনি তার জীবনে সে ভাষণে বলেছেন আমি কি তোমাদের দাওয়াত পোঁছাতে পেরেছি উত্তরের সবাই বলেছে আপনি পেরেছেন।
ইসলামে অনেক নবী ও রাসূল মধ্যে ধৈর্য্যের প্রমাণ পাওয়া যায় যেমন নবী আইয়ুব (আ.) এর অসুস্থতা ও ধৈর্যের কাহিনী (সূরা সাদ ৩৮:৪৪)। নবী ইউসুফ (আ.) এর পরীক্ষা, কারাবাস ও পরবর্তীতে ক্ষমতায় আরোহণ (সূরা ইউসুফ) এই সকল নবী ও রাসূল ধৈর্য্য ও সফলতার পরীক্ষায় সফল হয়েছে। এই মানবজীবনের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে কাজ করবে আমাদের জীবনে।
ধৈর্য ও সাফল্য আল্লাহর নৈকট্য অর্জন ও আখিরাতের প্রস্তুতি। নিয়মিত নামাজ, রোজা ইত্যাদি পালনে অবিচল থাকা। পাপাচার ও খারাপ কাজ থেকে দূরে থাকার সংগ্রাম। বিপদ-আপদে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা।
রাসূল বলেছেন: যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করেন (বুখারি) ধৈর্য কেবল সাফল্যের চাবিকাঠিই নয়, বরং তা ঈমানের পরীক্ষা ও জান্নাতের পথের সিঁড়ি
0 মন্তব্যসমূহ