Comment

ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের দোয়া

আল্লাহ তায়ালা বলছেন কোন ব্যাক্তি যদি শহীদও হয় তাহলে তার আত্মা জুলে থাকবে ততক্ষণ, যতক্ষণ সে তার ঋণ পরিশোধ করবে না। জীবনের নানা জটিলতা পারিবারিক চিন্তা বেকারত্ব সমস্যা এইগুলোকে কেন্দ্র করে আমাদের মধ্যে হাওলাত দেনাদার কিংবা ঋণের মতো অবস্থায় পড়তে হয়। এই সকল কারণে মানুষ ঋণের মতো কঠিন পরীক্ষায় পড়ে যায়।


আরো পড়ুন : দারিদ্র্য ও পাপ থেকে মুক্তি লাভের দোয়া


একদিকে যেমন ঋণ আমাদেরকে গ্রাস করে অন্যদিকে আল্লাহ তায়ালা আমাদের ঋণ থেকে কিভাবে বাঁচতে হবে সে মাধ্যম জানিয়েছেন, কেননা ইসলামের আল্লাহ পাক সকল সমস্যার সমাধান দিয়েছেন। নবীজি ঋণ থেকে মুক্তি পেতে নিম্নোক্ত দোয়াটি পড়তেন।


উচ্চারণ 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মাছামি, ওয়াল মাগরামি।

অর্থ: 'হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে আপনার কাছে আশ্রয় চাই।


অতএব মুমিনের চিন্তার কোন কারণ নেই। আর প্রকৃত মুমিন কখনো দুশ্চিন্তায় থাকতে পারে না। যদি সে মুমিন হয় তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইবে। যে ব্যাক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সে কখনো নিরাশ হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইনশিরাহ-তে বলেছেন:ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা।

অর্থ: অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।

(আল-কুরআন ৯৪:৫-৬)


আরো পড়ুন : দাজ্জালের আগমনের পূর্বে কি ঘটবে


নবীজি (সাঃ) কারো জানাজা পর্যন্ত পড়াতে রাজি ছিল না যদি তার ঋণ থাকে, কিন্তু ঋণ নেই মানুষ হয়তো খুজলেও পাওয়া যাবে না, এই জন্য আমরা সবসময় আল্লাহ তায়ালার কাছে চাইতে থাকবো। আল্লাহ তায়ালা আরো দোয়া শিখিয়েছেন। 


উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক:


অর্থ : হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল (ঋণমুক্ত) করো। (তিরমিজি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ