Comment

দারিদ্রতা ও পাপ থেকে মুক্তি লাভের উপায় ও দোয়া


করতে পারবে না। মানুষ তার প্রয়োজনের কাজ করতে থাকে। কিন্তু তারা ভুলে যায় যতই কাজ করিনা কেন দারিদ্র্যতা থেকে কেউ আমাদের কে উদ্ধার করতে পারবে না। চাকরি করি কিংবা ব্যবসা করি সব ক্ষেত্রেই আল্লাহ তায়ালা ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। এই জন্য চেষ্টা করতে হবে বেশি বেশি থেকে আল্লাহর দোয়া করা। রাসূল সল্লাল্লাহু আলাইহি দারিদ্র্যতার জন্য আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইতেন, তিনি বলতেন, 

আরো পড়ুন : দাজ্জাল থেকে বাঁচার উপায়


আরবি : আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল ফাক্বরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাহ


অর্থ : হে আল্লাহ আমি আপনার কাছ থেকে দারিদ্র্যতা থেকে পানা চাই।


আমাদের জীবনে পাপ হাজারো যে পাপের কোন শেষ আছে বলে আছে কিনা তা আমরা হয়তো জানি না,আর যার পাপ থাকবে তার দোয়া কবুল করানোর আগে অবশ্যই আমাদের আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কেননা যদি আপনার পাপ গুলো আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আপনি পবিত্র থাকলে আপনার দোয়া কবুল হবে এবং দারিদ্র্যতা থেকে মুক্তি পাবেন। 


মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবে,এই জন্য সবসময় পড়বে


উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। 

অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি।


আরো পড়ুন : ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের দোয়া


এই দোয়া গুলো যেমন আমাদের কে পবিত্র রাখবে তেমনিভাবে আমাদেরকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। বিখ্যাত আলেমগণ বলে যদি কে দারিদ্র্য থেকে মুক্ত হতে চায় তাহলে সে যেন নিয়মিত আস্তাগফিরুল্লাহ ও দরুদ পাঠ করে। এছাড়া বহু আমল আছে যেগুলো পড়লে আমাদের জীবনে নেমে আসবে কল্যাণ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ