Comment

সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।

জান্নাতে প্রবেশ করতে চায় না এমন মানুষ ইসলামে পাওয়া যাবে না। কিন্তু সে জান্নাতে পেতে হলে আমাদের কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা কিভাবে আল্লাহ পাকের আদেশ নির্দেশ পালন করব সে ব্যপারে পবিত্র কুরআনে সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। এই কুরআন আবার বিশ্ব নবী সল্লাল্লাহু আলাইহি এর উপর নাজিল হয়েছে।


আরও পড়ুন : আল্লাহ যাদের পথ দেখাবেন


হাদিসে কিংবা পবিত্র কোরআনে জান্নাতে যাওয়ার বহু মাধ্যম দেওয়া আছে। কোন ব্যক্তি যদি সবসময় জিকির এসগার করতে থাকে তাকে আল্লাহ পাক জান্নাত প্রবেশ করাবেন। আবার কেউ কেউ সামান্য সওয়াব নিয়েও জান্নাতে প্রথম প্রবেশ করতে পারবে। কিছু সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থা কি রকম হবে।


আরো পড়ুন : কুরআন ও হাদিসে ধৈর্য ও সফলতা 


এই ব্যপারে এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করা অবস্থায় থাকবে। তখন সে বলবে-‘হে আল্লাহ ! জাহান্নামের গরম হাওয়া আমাকে শেষ করে দিলো। আমার চেহারাটা জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সে আল্লাহর কাছে বার বার প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাকে বলবেন- ‘তোমার এই প্রার্থনা কবুল হলে আর কিছু চাইবে না।


সে বলবে- ‘আপনার মর্যাদার কসম, এরপর আর কিছুই চাইবো না । তখন জাহান্নামের দিক থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে। তারপর সে আবার বলবে- ‘হে আল্লাহ ! আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দিন’। আল্লাহ বলবেন- ‘তুমি কি বলোনি এরপর আর কিছু চাইবে না? তুমি কথা রাখো


আল্লাহ বলবেন- ‘আমার মনে হয় তোমার এই দাবী পুরণ হলে অন্য কিছু চাইবে। সে বলবে- ‘আপনার মর্যাদার কসম, এরপর আর কিছুই চাইবো না। এরপর তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দেওয়া হবে। যখন সে জান্নাতের সূখ-শান্তি দেখবে, তখন কিছুক্ষণ চুপ থেকে আবার প্রার্থনা শুরু করবে- ‘হে রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন।


আল্লাহ বলবেন- ‘তুমি কি বলোনি এরপর আর কিছু চাইবে না? তুমি কথা রাখো না’। সে বলবে- ‘হে প্রভূ, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না’। এভাবে সে প্রার্থনা করতেই থাকবে। অবশেষে আল্লাহ হাসি দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ