মানুষের জীবন অন্ধকারে ভরা যখন হতাশা, অনিশ্চয়তা ও পথহীনতা গিরে ধরে, তখন একমাত্র আল্লাহর উপর ভরসা হয় আমাদের শেষ আশ্রয়। তিনি আমাদের ডাকে সাড়া দেন, পথ দেখান এবং সাহায্য করেন। কুরআন ও হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে সঠিক পথ ও রাস্তা দেখিয়েছেন।
আরও পড়ুন : হেদায়েত কিভাবে আসে
আল্লাহর ওয়াদা তিনি পথ দেখাবেন তিনি ছাড়া কেউ কাউকে সঠিক পথে আনতে পারবে না, তিনি যাকে চা তাকে সাহায্য করে এবং সঠিক পথে আনেন। কুরআনের আলোকে আল্লাহ তায়ালা সরাসরি বলেছেন, তিনি তাঁর বান্দাদেরকে সঠিক পথ দেখাবেন।
হাদিসেও এর বর্ণনা পাওয়া যায়। এমন একটা ফেতনা জগৎ আমরা বসবাস করছি যেখানে পরিবার থেকে শুরু করে সব সব জায়গায় ফেতনা ছড়িয়ে আছে, এই জন্য সবসময় এই ফেতনা থেকে পানা চেয়ে দোয়া করতে হবে মহান রবের কাছে।
আরও পড়ুন : সূরা ফাতিহার ফজিলত, বরকত ও রহমত
শেষ জামানায় ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার চেয়েও কঠিন হবে। মুমিনের দায়িত্ব আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্তু সে ভুলের উপর অটল থাকবে সেটা শয়তানের ফেতনা।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, হে নবী আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন (আপনি তাদেরকে বলুন যে,) আমি এত নিকটবর্তী। যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি।
সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন এবং হিদায়াত দেন। আল্লাহ পাক সবসময় চান আমরা যেন সৎপথে পরিচালিত হই। এই জন্য তিনি বারবার আমাদের তার কথা বলেছেন।
নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত (২৯:৬৯)। যদি কেউ সত্যিকারভাবে সঠিক পথ খোঁজে, আল্লাহ তাকে সাহায্য করবেন। মোসলমানরদের জীবন পাপের কথা বলে শেষ করা যাবে।
তবে রাসূল আমাদের কে শিখিয়েছ কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পাবো। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আমরা ক্ষমা পাবো(ইনশাআল্লাহ)। এর উপর আমরা চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। যদি কেউ আল্লাহর পথে আসে তাহলে সে যেন আল্লাহ পাকের আদেশ নির্দেশ পালন করে।
পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন,তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন, যা তার ধারণার বাইরে। যে কেউ আল্লাহর উপর নির্ভর করে। পবিত্র কোরআনে আরও বর্ণনা পাওয়া যায় যারা আল্লাহর উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথে উপনীত করব।
আল্লাহই তার (কর্ম সম্পাদনের) জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন। (অবশ্য) আল্লাহ সবকিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। সূরা আত-তালাক (৬৫:২-৩),আল্লাহ তায়ালা বলেন, হে আমার বান্দা! তোমরা সবাই পথভ্রষ্ট, শুধুমাত্র তারা নয় যাদের আমি হিদায়াত দান করি।
সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দান করব। আল্লাহ আমাদের মঙ্গল চান তাতে কোন সন্দেহ নেই।
0 মন্তব্যসমূহ