Comment

যে ব্যক্তি জালিমের পক্ষ নেয়, তার শাস্তি

ইসলামে ন্যায়বিচার ও সত্যের পক্ষাবলম্বন করা অতূর্ণ। জুলুম (অন্যায় ও অত্যাচার) ইসলামে নিষিদ্ধ, এবং জালিমের পক্ষ নেওয়াকে কুরআন ও হাদিসে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। যে ব্যক্তি জালিমকে সমর্থন করে, সে জুলুমের অংশীদার হয়ে যায় এবং এর জন্য তাকেও ইসলামের শাস্তির সম্মুখীন হতে হবে।


পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জুলুম ও জালিমদের সম্পর্কে স্পষ্ট সতর্কতা দিয়েছেন। জালিমের সমর্থনকারীদের ব্যাপারে কুরআনের কিছু আয়াত নিম্নরূপ,জালিমের সাহায্যকারীকে অভিশাপ দেওয়া হয়েছে আল্লাহ বলেন,আর তোমরা জালিমদেরকে সাহায্য করো না, নতুবা আগুন তোমাদেরকে স্পর্শ করবে। (সূরা হুদ ১১:১১৩)


আরও পড়ুন : সকাল বেলা সহবাসের উপকারীতা


এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জালিমদের সাহায্য করলে নিজেরাও আল্লাহর শাস্তির মুখোমুখি হবে। কেননা কেউ যখন অপরাধ করে তখন সে একা একা করতে পারে না,তার সঙ্গীর প্রয়োজন আর সে অপরাধ করবে কিংবা জুলুম করবে যাকে নিয়ে করবে সেও অপরাধী এই জন্য তাকে শাস্তি পেতে হবে।


আল্লাহ তায়ালা মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলেন,তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং সাক্ষ্য দাও ন্যায়ের জন্য, এমনকি যদি তা তোমাদের নিজেদের বা পিতা-মাতার বা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়।(সূরা আন-নিসা ৪:১৩৫) এই আয়াত থেকে বোঝা যায়, ন্যায়ের পক্ষে থাকা ঈমানের দাবি, অন্যথায় জালিমের সমর্থন করা ঈমানের পরিপন্থী কাজ।


আরও পড়ুন : নবীকে অপমান করা সে যুবক


পবিত্র কুরআন আল্লাহ পাক বলেন,আল্লাহ বলেন,জালিমদের জন্য কঠোর শাস্তি রয়েছে।(সূরা ইবরাহিম ১৪:২২) যারা জালিমদের সমর্থন করে, তারাও এই শাস্তির অংশীদার হবে। জালিম ও তার সাহায্যকারীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কুরআনে বলা হয়েছে,জালিমদের উপর আল্লাহর লানত। (সূরা হুদ ১১:১৮)


আরও পড়ুন : আল্লাহর উপর ভরসা রাখার বিশেষ উপায়


রাসুলুল্লাহ (ﷺ) বহু হাদিসে জালিমের সহায়তাকারীদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। নবী (ﷺ) বলেছেন,যে ব্যক্তি জালিমকে সাহায্য করল, আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করবেন। ইসলামে জুলুম কবিরা গুনাহ। রাসুল (ﷺ) বলেছেন,তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে।


আরও পড়ুন : বৃষ্টি নিয়ে কুরআন ও হাদিসে বলা হয়েছে


যে ব্যক্তি জালিমের পক্ষ নেয়, সে জুলুমের অন্ধকারে নিমজ্জিত হবে। আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাঃ বলেছেন,যে ব্যক্তি জালিমকে সমর্থন করে, আল্লাহ তার উপর রাগান্বিত হন এবং তাকে লাঞ্ছিত করেন (তিরমিজি)


যারা জালিমদের সাহায্য করে, আল্লাহ তাদের দুনিয়াতেই অপমানিত করেন। ইতিহাসে দেখা গেছে, ফিরাউন, নমরুদ ও অন্যান্য জালিম শাসকদের সহযোগীরাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। জালিমের সহায়তাকারীদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। আল্লাহ বলেন,নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।(সূরা আশ-শুরা ৪২:২১)


ইসলামে জুলুম ও জালিমের পক্ষ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যে ব্যক্তি জালিমকে সমর্থন করে, সে নিজেও জুলুমের অংশীদার হয় এবং দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির যোগ্য হয়। তাই মুমিনের কর্তব্য হলো সর্বদা ন্যায়ের পক্ষে থাকা ও জুলুমের বিরোধিতা করা। আল্লাহ আমাদেরকে জালিমের পক্ষ না নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ