Comment

কোটা আন্দোলনে কত জন মারা গেল | কোটা নিয়ে বির্তক



কোটা কাদের জন্য 

মুক্তিযুদ্ধের প্রতি সম্মান করার জন্য সরকার চালু করে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নানান মোকাবেলায় তাদের সরকার  শক্তিশালী করার কাজ করতে থাকে। এরপর ২০১৩ কোটা চালু করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খোব দেখা যায় এরপরও নানান বির্তকের মধ্যে দিয়ে সরকার কোটার প্রতি কোন আপোষ করতে রাজি নয়।


২০১৩ সালে কোটা চালু হলেও এর শুরু হয় বঙ্গবন্ধু ক্ষমতায় আসলে। নানান ইসুতে সরকার যখন শিক্ষার্থীদের কোন প্রকার তোয়াক্কা না করে মুক্তযুদ্ধের কোটার প্রতি সচ্ছল থাকে। এ-র ধারা বাহিকতায় ২০১৮ সালে প্রথম কোটা আন্দোলন শুরু হয়। তবে সে সময় নির্বাচন কিংবা অন্যন্য সমস্যা থাকার কারণ শিক্ষার্থীরা আন্দোলন অব্যহত রাখতে পারি নি।

আরো পড়ুন: কেন হচ্ছে কোটা আন্দোলন 

সর্বশেষ ২০২৪ জুলাই মাসে আন্দোলন শুরু হলে সরকার তাতে কোন সাড়া না দিয়ে উল্টো তাদের উস্কানিমূলক আচরণের কারণে তাদের কে কঠোর আন্দোলনের ডাক দিতে হয়। এই আন্দোলন ছিল শুধু কোটা নিয়ে তারা চেয়ে ছিল সরকার যেই এই বিষয় নিয়ে আলোচনা করে এবং একটি সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে আন্দোলন যখন কঠোর থেকে কঠোর সরকার একটু নড়েচড়ে বসে। এরপর তাদের আন্দোলন মানতে বাদ্য হয়।

কোটা আন্দোলন কত মানুষ মারা গেল?

কোটা আন্দোলনে লোন জন শিক্ষার্থী মৃত্যু বরণ করল এটার কোন সঠিক হিসাব নেই, এই পরিস্থিতির মধ্যে সঠিক তদন্ত সম্ভব নয়। কিন্তু কিছু গণমাধ্যম আছে তাদের মতে ২১০ কিংবা এক থেকে দেড় হাজারের মতো শিক্ষার্থী মারা গিয়েছে। ঢাকা হাতিরঝিল, উওরা, মিরপুর, আরো অনেক জায়গায় অসংখ্য শিক্ষার্থী মারা গিয়েছে। 

আরো পড়ুন : অন্তবর্তীকালিন সরকার কিভাবে গঠন করা হবে 

কোটা আন্দোলন গিরে 

আন্দোলন কারী দের মধ্যে ৬ সমন্বয় তারা তাদের একের এক কর্মসূচি ঘোষণা করছে। সরকারের কাছে থেকে তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হলে তারা এই আমন্ত্রণ পুরোপুরি মানতে নারাজ তারা তাদের দাবিকে ছাড়তে রাজি নয়, পরিস্থিতি যদি কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে বিষয় টা এক রকম ছিল। কিন্তু এখন বিষয় হচ্ছে শিক্ষার্থীদের এক দফা দাবি,আর সেটা হচ্ছে সরকারের পদত্যাগ। 

এক দফা এক দাবি

প্রথমে শিক্ষার্থীরা অনেক গুলো দাবি সরকারের কাছে রাখে যেগুলো সরকারের মান্য সম্ভব, এটা বুঝতে পারা শিক্ষার্থী এক দাবি নিয়ে মাঠে নেমে পড়ে,আর সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। 

আরো পড়ুন : কি হতে চলছে ১৫ই আগষ্ট 


২০০৯ সাল থেকে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে তখন একটা বির্তক চলে আসছে সেটা হচ্ছে জনগণ শান্তিতে নেই। আর এর পরপরই বিভিন্ন দলগুলো আন্দোলন সংগ্রাম করতে শুরু করে। কিন্তু তাদের সার্থ ছিল সরকার কে গদি থেকে সরিয়ে নিজেরা যেন শাসন করতে পারে। তাদের আন্দোলন ছিল কিন্তু উদ্দেশ্য শত ছিল না এছাড়া তারা এতশক্তি নিয়ে আন্দোলন করতে পারে নি। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোপুরি ভিন্ন এখন জনগণ ও শিক্ষার্থীরা বুঝে গিয়েছে এই সরকার গদি না ছাড়া পর্যন্ত শাস্তি নেই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ