আমাদের দেশে অনেক ক্ষেএে ঈদের নামাজ খোলা মাঠে কিংবা মসজিদে পড়া হয় এই ক্ষেত্রে বড় বড় শহর গুলোর কথা ভিন্ন কারণ সেখানে খোলা জায়গা একেবারে নেই বললেই চলে। ঈদের নামাজ যেখানে পড়া হোক না কেন সেইস্থান হতে পরিষ্কার। সাধারণত আমরা জমাতে যেভাবে নামাজ আদায় করি ঠিক সেভাবে আদায় করলে হবে। ঈদের নামাজ আদায় করার জন্য জমাতে শরিক হতে হবে।
ঈদের নামাজের পার্থক্য
- অন্যান্য নামাজের মতো ঈদের নামাজ মধ্যে কিছু পার্থক্য হলো এই য
- ঈদের নামাজের জন্য কোনো আজান নেই। তবে অন্যান্য জামাতের মতোই এখানে উচ্চ স্বরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয়। তবে ঈদের নামাজের মধ্যে অন্যান্য নামাজের ছয়টি তাকবীর দেওয়া হয় যা অন্য কোন নামাজে নামাজে দেওয়া হয় না।
ঈদের নামাজের নিয়ম
- মুসলমানদের নামাজের জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইসলামে আল্লাহ তায়ালার সন্তুষ্ট কিংবা নামাজের আগে নিয়ত অত্যান্ত গুরুত্ব। নিয়তের অর্থ প্রতিজ্ঞা,মনের ইচ্ছা প্রকাশ করা। আল্লাহ তায়ালার সন্তুষ্ট কিংবা কোন ভালো কাজ অথবা যেটা আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য করা হয় সেটা হলো নিয়ত।
অন্যান্য নামাজের থেকে অতিরিক্ত ছয়টি তাকবীর ঈদের নামাজে দেওয়া হয়। ঈদের নামাজে ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম তাকবিরে তাকবির তাহরিমা পর ছানা পড়তে হয় এরপর আবার তিন তাকবির দেওয়া হয়।
ঈদের নামাজ পড়ার নিয়ম
ঈদের নামাজ পড়ার সময় প্রথমে তাকবির তাহরিমা"আল্লাহু আকবর" বলে দুই হাত বাধঁতে হয়
তারপর ছানা পড়তে হয়(সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা)
তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতিটি তাকবির দেওয়া সময় তাদের উভয় তাকবির মধ্যে সময় তিন তাসবিহ পরিমাণ সময় চুপ থাকতে হবে। এইভাবে দুই তাকবিরে হাত ছেড়ে তৃতীয় তাকবিরে হাত বাধিতে হয়। এরপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়ে সূরা ফাতেহা পড়ার পর সূরা মেলানো আবশ্যক অতঃপর অন্যন্য নামাজের মতো রুকু সেজদাহ করা।
এরপর দ্বিতীয় রাকাআত বিসমিল্লাহ পড়ে পড়ে সূরা ফাতেহা পড়ার পর সূরা মেলানোর পর অতিরিক্ত তিনটি তাকবির দেওয়া। প্রথম রাকাতে মতো দুই তাকবিরে উভয় হাত উঠিয়ে ছেড়ে দেওয়া অতঃপর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধা। এরপর অন্যান্য নামাজের রুকু সেজদাহ করা।
নামাজ শেষে ঈমাম সাহেব খিতবা শোনাবে, তখন কেউ কথা না বলে খুতবা শুনবে। তবে এই ক্ষেত্রে খুতবা ঈমাম সাহেব না শুনালেও নামাজ আদায় হয় বলে অনেকে বলে থাকে।
আল্লাহ তায়ালা সকল মুসলমানদের ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন।
0 মন্তব্যসমূহ