
স্বামী স্ত্রী সহবাস করার আগে কেন দোয়া পড়বেন।
এই দোয়া পড়লে কি ফজিলত,
কেন আল্লাহর রাসুলুল্লাহ সাঃ তার উম্মত কে সহবাসের আগে দোয়া পড়তে বলেছেন।
এই দোয়া পড়া কি ফরজ না, না পড়লেও হবে এবং আমরা কি কি উপকার পেতে পারি এই দোয়া পড়লে।
- স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে যে দোয়া পড়তে হয়-
উচ্চারণ ;বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।
অর্থ ;হে আল্লাহ,তোমার নামে (যৌন মিলন বা সহবাস) আরম্ভ করছি; তুমি আমাদের (স্বামী স্ত্রী উভয়ের) কাছ থেকে শয়তানকে দূরে রাখ।
আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবেন, সে সন্তানকেও শয়তান (যাবতীয় আক্রমণ) থেকে দূরে রাখ।
- কেন পড়বেন সহবাসের দোয়া
যখন স্বামী স্ত্রী নিজের ঘরের বিছানায় সহবাসের উদ্দেশ্য একসাথ হয় সেখানে শয়তান উপস্থিত হয়।
সুরা ফাতিহা কিভাবে সকল সমস্যা দুর করবে
আর শয়তান উপস্থিত থাকা মানে স্বামী স্ত্রীর এমন কিছু কুচিন্তা ভাবনা বয়ে আনে পরবর্তীতে সমস্যা হয়।
স্বামী স্ত্রী সঙ্গে মিলন করার ক্ষেএে এই দোয়া পড়লে শয়তান তাদের ঘরে উপস্থিত থাকে ফলে শয়তান তাদের সহবাস দেখতে থাকে এটা অত্যান্ত লজ্জাজন।
এই ক্ষেত্রে আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেছেন।
- এই দোয়া পড়ার উপকার
- আরো যে কারণে এই পড়বেন।
রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন ; যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়।
এ মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না।
অনেকে মনে করে সহবাসের আগে কি কোন পড়তে হয়,
আবার অনেকে মনে করে সহবাসের আগে আবার কিসের দোয়া, যে এই দোয়া আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিধারিত।
তাই আমাদের এই দোয়া পড়া উচিৎ।
কেউ যখন এই দোয়া নেক উদ্দেশ্যের ফলে পড়ে তাহলে তার দোয়া আল্লাহ তায়ালা কবুল করবে, ইনশাআল্লাহ।
- এই দোয়া পড়ার আগে শয়তান কি করে।
বিভিন্ন কিতাবে এই রকম পাওয়া যায়।
স্বামী যখন স্ত্রীর সঙ্গে সহবাস করে শয়তান সে স্থানে উপস্থিত হওয়ার জন্য পাগল হয়ে থাকে।
কারণ শয়তানের জানে যখন স্বামী স্ত্রী সহবাস করে যদি সে সেখানে উপস্থিত থাকতে পারে তাহলে সে তাকে বিপথে নিয়ে যেতে পারবে।
আর দোয়া এই পাঠ করলে শয়তান যেমন স্বামী স্ত্রী কে দেখতে পারে না,।
তেমনি ভাবে শয়তান তাদের সন্তান কে পথভ্রষ্ট করতে পারে না।
এই দোয়া পড়লে আপনার সন্তান নেক এবং সৎ যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালার নির্দেশে মতে পৃথিবীতে মানুষ বিবাহের মাধ্যমে একে অপরের সঙ্গে মিলন করে থাকে
এই দোয়া পড়ার ফলে তাদের যে সন্তান হবে তাকে ও শয়তান তাকে ক্ষতি করতে ব্যর্থ হবে।
0 মন্তব্যসমূহ